আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে বোরো ধান ক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১৯:৩৭

ফুলবাড়ী সরকারি খাদ্যগুদামে ফুলবাড়ী দিনাজপুর অভ্যন্তীরণ বোরো ধান চাল ও গম সংগ্রহ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ২২ মে বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ফুলবাড়ী সরকারি খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয়ে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মুনাজাত করেন মওলানা মো. জাকিরুল ইসলাম। 

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুর রায় চৌধুরী, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. গোলাম মওলা। 

এ ছাড়া অন্যনদের মধ্যে উপস্থিথ ছিলেন ফুলবাড়ী সরকারি খাদ্যগুদামের  ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাদ্য পরিদর্শক মো. মাহমুদুল হাসান, শ্রী কালী অটোরাইমিলের স্বত্তাধিকারী শ্রী রাজেন্দ্র প্রসাদ শুভ, খয়ের বাড়ী ইউপি চেয়াম্যানর মো. আবুতাহের মন্ডল, শিবনগর ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব। চলতি বছর প্রতিকেজি ধান সরকার ২৬ টাকা দরে ক্রয় করবেন। এই খাদ্যগুদামে সরাসরি কৃষদের কাছ থেকে ১৯১ মেট্রিক টন ধান ক্রয় করবেন। 

বোরো ধান ক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যগুদামের সকল কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, কৃষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। একই দিনে মাদিলা খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের শুভ উদ্বোধন হয়। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা খাদ্য বিভাগ।

এবিএন/মো. আফজাল হোসেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ