আজকের শিরোনাম :

গাইবান্ধায় গজারিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১৮:০৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

গজারিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এসকেএস ফাউন্ডেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরএম প্রকল্পের সহযোগিতায় গতকাল বুধবার উপজেলার ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। 

গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেন ২০১৯-২০২০ অর্থ বছরের দুই কোটি ৬৬ লক্ষ ৮৪৪ টাকার বাজেট ঘোষণা করেন। 

উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়। 

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম সরকারের সভাপতিত্বে ইউপি সদস্য জিহাদুর রহমান মওলার সঞ্চালনায় বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিআরএম প্রকল্পের সহকারী প্রধান সনজিব বিশ্বাস সঞ্চয়, ম্যানেজার তুহিন সমর্দার, এসকেএস ফাউন্ডেশনের জালাল উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক শামছুল হক, ইউপি সদস্য ওহিদুল ইসলাম জয়, শহিদুল ইসলাম কারী প্রমূখ। 

উন্মুক্ত বাজেট সভায় গজারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। তারা একটি নারীবান্ধব বাজেট প্রণয়নের জন্য বিভিন্ন মতামত তুলে ধরেন। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ