সিরাজগঞ্জে ভেজাল গুড় তৈরীর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১৮:০২

সিরাজগঞ্জ সদর উপজেলার পোটল ছোনগাছা গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

এ কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান। 

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে ওই কারখানায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় গুড় শ্রমিকদের দ্বারা বড় ট্রেতে চিনি, সুজি, হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড় একত্রে চুলায় জাল দিয়ে গুড় তৈরি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। 

এ অপরাধে কারখানার মালিক বদিউজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ, সোডা ও গো-খাদ্য চিটাগুড় জব্দ করে ধবংস করেন ভ্রাম্যমাণ আদালত। 

এর আগেও ওই এলাকায় একই অপরাধে কারখানার মারিক করিমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ