আজকের শিরোনাম :

ধুনটে শিক্ষা কর্মকর্তা পেলেন মাদার তেরেসা স্বর্ণ পদক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১৭:৫৪

শিক্ষা বিস্তারে ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণ পদক পেলেন বগুড়ার ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। 

গত মঙ্গলবার ঢাকা সামাজিক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে তাকে এই স্বর্ণ পদক প্রদান করা হয়। ঢাকা সামাজিক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সম্পাদক ও প্রকাশক শামীম রুমী টিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। 

কামরুল হাসান ২০১৭ সালে ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে যোগদান করেন। তিনি যোগদানের পর ধুনট উপজেলার সকল প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, পাশের হার বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ঝড়ে পড়া শিক্ষার্থী রোধসহ প্রাথমিক শিক্ষা বিস্তারে অসাধারণ অবদান রেখেছেন। কামরুল হাসান সিরাজগঞ্জ জেলা সদরের বাসিন্দা।  

এবিএন/ইমরান হোসেন ইমন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ