আজকের শিরোনাম :

ফরিদপুরে উপ-সহকারী প্রকৌশলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১৬:৪৫

ফরিদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভাঙ্গা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী সমরজিত চন্দ্র ঘরামীসহ অন্যান্য সকল কর্মচারীর ওপর সন্ত্রাসী কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের জনস্বাস্থ্য তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন ও পরে একই স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জামালুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আলম, ষ্টেমেটার মো. মতিয়ার রহমান, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. লুৎফর রহমান, সদরপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. নাইমুজ্জামান বিশ্বাস, উচ্চমান সহকারী মো. বাকি উল্লাহসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তরা, অবিলম্বে মামলার অপর আসামি ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাকে আটক করার দাবি জানান। 

এ ছাড়া এই ঘটনায় আগামী রবিবার ফরিদপুর অঞ্চলের সকল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস এক ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।   

গত ১৯ মে রবিবার ভাঙ্গা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী সমরজিত চন্দ্র ঘরামীসহ অন্যান্য সকল কর্মচারী নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের হামলার স্বীকার হন। পরে সমরজিত চন্দ্র নিজে বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ এর মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক অপুকে আটক করে। 

বাকি অন্য আসামি ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাকে আটক করতে পারেনি পুলিশ। 

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ