আজকের শিরোনাম :

ঘাটাইলে সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১৫:৫৭

টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল (২২.০৫.১৯) বুধবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের ঢাকা বিভাগের পরিচালক ও অতিরিক্ত সচিব ব্রজ গোপাল ভৌমিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসের লাইন ডাইরেক্টর ডা. মোহাম্মদ শরীফ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরীক্ষা বিভাগের পরিচালক মো. হানিফুর রহমান, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মো. লুৎফুল কিবরিয়া, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার (ভূসি) মোছা. নুর নাহার বেগম। কর্মশালায়  বিভিন্ন বিষয় উপস্থাপনা করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম সামছুদ্দিন আহম্মেদ । 

কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। সভায় বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন বাধাসমূহ দূরীকরণসহ স্বাভাবিক প্রসব সেবা সুফল বিষয়ে বিশদ আলোচনা করেন। 

কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘাটাইলের সকল কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা মেম্বার, সাংবাদিক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। 

এবিএন/নজরুল ইসলাম/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ