আজকের শিরোনাম :

নাইক্ষ্যংছড়িতে মাইক্রোবাস ভর্তি চোলাই মদসহ আটক ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৯, ১০:৩৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইক্রোবাস ভর্তি ৯ বস্তা চোলাই মদ ও ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার লেকেরপাড় এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো, আরিফুল ইসলাম ( ৩০) ও মো. সরওয়ার (৩০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলা সদরে।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে মাইক্রো ভর্তি মাদক পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, এসআই আমিনুলসহ অভিযান চালালে তাদের আটক করতে সক্ষম হয়। 

এ সময় চট্টমেট্রো-চ-১১-৬১৫১ নাম্বারের একটি মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে ৯টি প্লাষ্টিকের বস্তা ভর্তি প্রায় ৫০০ লিটার চোলাই মদ ও গাড়িসহ উদ্ধার করে দুই মাদক পাচারকারীকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন দৈনিক অধিকারকে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মদসহ একটি মাইক্রোবাস ও ২ জন মদ পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুুতি চলছে।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ