আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের ব্যাবস্থা না থাকায় জনদূর্ভোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০১৯, ১৭:৪০

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ ব্যাবস্থা না থাকায় প্রতিদিনই ছোটখাট দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, উক্ত বাজার এলাকার বিশেষ করে চৌ-রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ ব্যাবস্থা না থাকায় ছোটখাট দুর্ঘটনাসহ যানজট লেগেই থাকে।

 এ কারণে যানবাহন ও যাত্রী সাধারণ দূর্ভোগের শিকার হচ্ছেন প্রতিদিন। সেইসাথে প্রতিদিন ব্যাটারী চালিত কয়েকশ অটোভ্যানসহ নসিমন, ভুটভুটি ও অনান্য যানবাহনের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ উপজেলা অভিমূখী জনগণ। অনেকেই বলছেন, শয্যভান্ডার খ্যাত তাড়াশ উপজেলা সদরের জনগুরূত্বপূর্ণ এ চৌরাস্তা মোড় থেকে দু’টি রাস্তা বাজারের দু’পার্শ্বে, ১টি থানার দিক হয়ে মহিষলুটি ও অন্যটি পশ্চিম দিকে ওয়াবদা বাঁধ হয়ে চলে গেছে।

এ কারণে চারটি রাস্তার গণপরিবহন ও মানুষ চলাচলের এই চৌরাস্থায় একটি মিলন স্থল হওয়ায় এখানে প্রায় সবসময় যানজট লেগেই থাকে। তবে ঈদ ঘনিয়ে আসায় বাজার এলাকায় এই পরিস্থিতি আরো বাড়ছে। এবিষয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, চৌরাস্তাসহ একাধিক স্থানে ঈদের আগেই ট্রাফিক পুলিশের ব্যাবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ