আজকের শিরোনাম :

ভালুকায় বেতন ভাতার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০১৯, ১৭:২৪

ময়মনসিংহের ভালুকায় বেতন ভাতার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে লিও ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। দু’মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে সকালে মহাসড়কে নেমে আসে হাজার হাজার শ্রমিক।

প্রায় দেড় ঘন্টার অবরোধে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে কথা বলে। এতে সড়ক অবরোধ প্রত্যাহার না করে বিক্ষোভ করতে থাকলে পরিস্থিতি স্বাভাবিক করতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়। বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
 
ভালুকা মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান,  শ্রমিকদের বেতন-ভাতা দ্রুত পরিশোধের জন্য মিল কর্তপক্ষের সাথে বৈঠক করেছি ,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এবিএন/জাহিদুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ