আজকের শিরোনাম :

বদলগাছীতে নিম্নমানের কাজ করায় ঘরের মেঝে ও দেওয়াল ফাঁটল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০১৯, ১৪:২৩

নওগাঁর বদলগাছী সদর ইউপির ভাতশাইল গ্রামে আশ্রয়ন-২ প্রকল্পে নির্মিত কাজ নিম্নমানের করায় ঘরের মেঝে ও দেওয়াল ফাঁটল দেখা দিয়েছে। 

২০১৭-১৮ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্পে যার জমি আছে ঘরনেই তার নিজ জমিনে গৃহ নির্মাণ কর্মসূচীর আওতায় ২৭/১২/১৭ইং তারিখে বরাদ্দ অনুমোদিত তালিকার ৬১নং ত্রুমিকে ভাতশাইল গ্রামের মৃত কাশেমের স্ত্রী মোছা. মর্জিনা খাতুনের ঘর বরাদ্দ আশে। 

সরেজমিনে তদন্ত কালে মর্জিনা খাতুন বলেন ঘরের মেঝেতে নিম্নমানের সামগ্রী দিয়ে ৩ ইঞ্চি স্থলে ২ ইঞ্চি সিসি ঢালায় দেওয়ায় মেঝেতে ফাঁটল দেখা দিয়েছে। অপরদিকে, দেওয়ালেও ফাঁটল সৃষ্ঠি হয়েছে। ফলে ঘরটি ঝুকিপূর্ণ । 

এ ছাড়া ও তিনি জানান ল্যাট্রিন নির্মাণ করেনি। উপজেলা প্রকল্পে বাস্তবায়ন কর্মকর্ত আব্দুল করিমের সংঙ্গে মোবাই ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আর সিসি পিরিয়ার না থাকায় এবং ৩ ইঞ্চি সিসি ঢালায় দেওয়া হয় ফলে মেঝেতে ফাঁটল দেখা দিতে পারে। আর ল্যাট্রিন তারা নিজেরা করে নিবেন। 

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ