আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে ৬ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনি সাপ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০১৯, ১০:৫৬

শ্রীমঙ্গলে ৬ ফুট দৈর্ঘ্যের একটি বিষাক্ত শঙ্খিনি সাপ উদ্ধার করেছে স্থানীয় বণ্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। 

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাপটি উদ্ধার করে বণ্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ভাড়াউড়া শহীদ স্মরনি সংলগ্ন স্থানে কুঁচ দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় সাপটি তাদের নজরে আসলে রঞ্জু কাহার নামে একজন বণ্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে মোবাইল ফোনে খবর দেন।

পরে সজল দেব ঘটনাস্থলে পৌছে সাপটিকে উদ্ধার করে বণ্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসেন। সাপটিকে এখন সেবা ফাউণ্ডেশনের একটি খাঁচায় রাখা হয়েছে। 

সজল দেব জানান, সুবিধাজনক সময়ে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে।

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ