আজকের শিরোনাম :

ডা.প্রিয়াংকার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ২০:০৭

সিলেট বিভাগীয় শহরের র্পাক ভিউ হাসপাতালের চিকিৎসক ডা.প্রিয়াংকা তালুকদার শান্তার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র আয়োজনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র  সহ-সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ’র  উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য ফজৌআরা বেগম শাম্মি, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সভাপতি মো.রুহুল আমিন,কৃষক নেতা আব্দুল কাউয়ুম,ব্যবসায়ী নুরুল হাসান আতাহের,কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,

সাংবাদিক মো.আমিনুল হক,জেলা ছাত্র দলের সভাপতি মো.রায়হান উদ্দিন, সহ-সম্পাদক এস.এ.তাহের আলী, প্রচার সম্পাদক অমিত দাশ গুপ্ত, দপ্তর সম্পাদক মো.লুৎফুর রহমান,সদস- জোসেফ আহমদ পাপ্পু, জাওয়াদ ইয়াছির, সাদিকুর রহমান, সামসুল ইসলাম, মো.জুবেল, মো.আজাদ মিয়া, জয় দে,মো.শরিফ উদ্দিন, তনুশ্রী দাশ, বর্ষা দাশ, বর্ষা আক্তার,তাহমিনা আক্তার, মোছাম্মত বর্ষা আক্তার, ইতি আক্তার আবেদা প্রমুখ। উল্লেখ্য-গত ১২মে সকাল সাড়ে ৯টার দিকে শ্বশুরবাড়ি সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার পল্লবী সি ব্লকের ২৫ নাম্বার বাসা থেকে প্রিয়াংকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

 এ ঘটনায় দুপুরে তার স্বামী স্থপতি দিবাকর দেব কল্লোল,শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রতœা রানী দেবকে আটক করে পুলিশ। প্রিয়াংকার  বাবা  হৃষিকেশ তালুকদার  সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের  করেছেন।


এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ