আজকের শিরোনাম :

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানির মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ১৩:৩৩

উপজেলার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্র’ বলার ৫০ লক্ষ টাকার মানহানির মামলায় গতকাল রবিবার বিজ্ঞ আদালত সমন জারি করেছেন । আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় একাধিক নারী সংগঠন।

আদালত সূত্রে জানা যায়, একই ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য সাহানারা বেগমকে  ‘দুঃশ্চরিত্রের নারী’ বলে মানহানিক অশ্লিল কটুক্তি করার জন্য ৫০ লক্ষ টাকার মানহানির মামলায় বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত গতকাল ১৯ মে রবিবার বিচার বিভাগীয় তদন্ত শেষে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারির এ আদেশ প্রদান করেন।  

এর আগে স্থানীয় প্রেসক্লাব এক সংবাদ সম্মেলন করেন ওই নারী ইউপি সদস্য যে ‘দুঃশ্চরিত্রের’ তার এমন কি তথ্য প্রমাণ আছে। সাংবাদিকদেরও এমন প্রশ্নেন জবাবে পুনরায় তাকে দুঃশ্চরিত্র নারী ছাড়াও আরও মানহানিকর অপবাদ দেন চেয়ারম্যান। তার এ সকল মানহানিকর বক্তব্য সম্বলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গণমাধ্যমে প্রকাশ হলে নারী সাহানারা বেগম চেয়ারম্যান সালাম সিকদারের নামে ৮ এপ্রিল বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগ বিবেচনায় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ শেষে এর সত্যতা পেয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল রবিবার সমন জারি করেন। 

এ আদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় একাধিক নারী সংগঠন।

এবিএন/তুষার কান্তি হালদার/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ