আজকের শিরোনাম :

রাজৈরে মসজিদে ঢুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ২০:৫৬

মাদারীপুরের রাজৈরে এক পরিবহন শ্রমিককে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যার প্রতিবাদে  আজ রবিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকরা।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানবন্ধনে চন্দ্রা পরিবহনের সুপারভাইজার মজিবর বেপারীকে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী করে বক্তব্য রাখেন মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুন হাসান নিটুল খন্দকার, সহ-সভাপতি ফাইজুল শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদারসহ অন্যরা।

উল্লেখ্য, গত ৭ মে তারাবী নামাজের পূর্বে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় মঠবাড়ি জামে মসজিদে ঢুকে চন্দ্রা পরিবহনের সুপার ভাইজার মজিবর বেপারি (৫০) পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের মামাত ভাই আলী আশরাফকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ