আজকের শিরোনাম :

পাটগ্রামে কসাইয়ের হাতে কসাই খুন : ১৫ জনের নামে মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ১৬:১৭

লালমনিরহাট, ০৬ জুন, এবিনিউজ : লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কোর্টতলী রেলগেট এলাকায় কসাইদের দুই পক্ষের বাকবিতন্ডায় ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫২) নামে এক কসাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে হুমায়ুন কবীরও গুরুতর আহত হয়েছে। 

নিহত নজরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন রুবেল বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতেই আনোয়ার হোসেনসহ ১৫ জনকে আসামী করে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।  মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে পূর্বশত্রুতার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম পাটগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কমিশনার রবিউল ইসলামের ভাই। 

পাটগ্রাম থানার ডিউটি অফিসার (এসআই) দুলাল উদ্দিন এজার সূত্রে জানান, মঙ্গলবার ইফতারির পরে পাটগ্রাম পৌর শহরের কোর্টতলী রেলগেট এলাকায় কসাই রফিকুল ইসলামের ছেলে রবিন ,আজিজার রহমানের ছেলে হাসান ও হাফিজার রহমানের ছেলে মেরুল পূর্বশ্রত্রুতার জের ধরে কসাই নজরুল ইসলামের পথরোধ করে মারপিট করে। নজরুল ইসলাম ও হাফিজার রহমানের লোকজন বাকবিতন্ডা ও মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এক পর্যায় হাফিজার রহমানের ছেলে আনোয়ার হোসেন নজরুল ইসলামের তলপেটে ছুড়ি দিয়ে হানা হয়। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবীরও গুরুতর আহত হয়েছে। তাকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। 

পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইবাদুজ্জামান বাপি বলেন, ‘প্রকৃত ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিতে পুলিশের নিকট অনুরোধ জানিয়েছি। তবে পুলিশ এখন পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।’ 

নিহত নজরুল ইসলামের ভাই পাটগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার রবিউল ইসলাম বলেন, ‘হাফিজার কসাইয়ের নির্দেশে তাদের লোকজন আমার ভাইকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।’

পাটগ্রাম থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে কসাইদের দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এক পর্যায়ে আনোয়ার হোসেন নামে এক যুবক নজরুল ইসলামের বাম পাজরে ছুড়ি মেরে দেয়। এতে তিনি মারা যান। এ ঘটনায় আনোয়ার হোসেনসহ ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ