আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে ভোক্তা আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ২২:৪২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের  বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানকালে হবিগঞ্জ রোডে অবস্থিত নূর ফুডস এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত একটি সবজির দোকানকে ২ হাজার টাকা, জয় ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান,  ফ্রিজে রান্না করা মাছ মাংস এবং পূর্বের ইফতারী কাঁচা মাছ মাংসের সাথে রেখে বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, পোকা বেগুন দিয়ে বেগুনী তৈরি করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম রাখা, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ