আজকের শিরোনাম :

ভূরুঙ্গামারীতে ধান ও গম সংগ্রহ অভিযান শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ২২:৩৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী খাদ্যগুদামে ধান ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রকৃত কৃষকদের নিকট থেকে এ  ধান ও গম ক্রয় করা হবে। চলতি অর্থবছরে জয়মনিরহাট খাদ্যগুদামে বরাদ্দকৃত ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৪শ ৫১ মে.টন ও গম ক্রয়ের লক্ষ্যমাত্রা ১শ৬৮ মে.টন।

আজ বৃহস্পতিবার এ ধান ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিরাজ, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার, কৃষক শরিফ উদ্দিন প্রমুখ। ১ম দিন খাদ্যগুদামে সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের রতন ও  আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের বাবুল হোসেন সরকার যথাক্রমে ১ টন করে ধান ও গম দেয়।

এবিএন/এ এস খোকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ