আজকের শিরোনাম :

সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ২০:৪৮

সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

ধান চাল সংগ্রহ অভিযানে কৃষক ও জনপ্রতিনিধিরা সুনামগঞ্জের কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের বরাদ্দ বাড়িয়ে হয়রানি মুক্ত পরিবেশে ধান সংগ্রহের আহ্বান জানিয়েছেন। প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও কৃষকদের এই যৌক্তিক দাবি বিবেচনার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে কৃষকদের আশ্বস্থ করেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা প্রমুখ। উল্লেখ্য ২০১৮-২০১৯ অর্থ বছরে সুনামগঞ্জ থেকে ৬ হাজার ৫০৮ মে. টন ধান ও ৩১ হাজার মে.টন চাল সংগ্রহ করবে সরকার।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ