আজকের শিরোনাম :

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে চাকুরী পেলো আরোও ২৬জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ১৯:৩৬

নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় স্থাপিত ‘জব কর্নার’র মাধ্যমে চাকুরি প্রাপ্ত আরো ২৬জনকে আনুষ্ঠানিক নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সেমিনার কক্ষে এই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদ্য চাকুরিপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
 
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে চাকুরীদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চাকুরীপ্রাপ্তারা উপস্থিত ছিলেন।

শিল্প অধ্যুষিত নরসিংদী জেলায় বেকারত্বের হার কমানোর লক্ষে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮-তে জেলা প্রশাসন নরসিংদী এর একটি অন্যতম প্রয়াস ছিলো ‘জব কর্নার’ স্থাপন। সেখানে দাখিলকৃত জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থী হিসেবে এ পর্যন্ত মোট ১১টি শিল্প প্রতিষ্ঠানে আজকের ২৬ জনসহ ৩১৯জন কে চাকুরি প্রদান করা হয়েছে।


এবিএন/সুমন রায়/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ