আজকের শিরোনাম :

কালীগঞ্জে মতবিনিময় শেষে লোড-আনলোডের রেট নির্ধারণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ১৭:১৪

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন মালামালের রেট নির্ধারণের বিষয়ে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও ভূষিমাল ব্যবসায়ী মালিক সমিতির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ভূষিমাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাবু মনোরঞ্জন সাহার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মালিক-শ্রমিক উভয়পক্ষের আলোচনা শেষে বিভিন্ন মালামাল লোড আনলোড এর রেট নির্ধারণ করা হয়। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সরিষার বস্তা ১১ টাকার স্থলে ১৩ টাকা, তিলের বস্তা ১২ টাকার স্থলে ১৩ টাকা, মুগ মসুর ইত্যাদির বস্তা ৯ টাকার স্থলে ১০ টাকা,

পাট ওজন করাসহ আমদানী-রপ্তানি ১৫ টাকার স্থলে ১৬ টাকা, মুগ মসুর তিল লোড-আনলোড ৪ টাকার স্থলে ৫ টাকা, খালী ব্যারেল ওঠানো ৩ টাকার স্থলে ৪ টাকা, খালী ব্যারেল নামানো ২ টাকার স্থলে ৩ টাকা, ভরা ব্যারেল লোড ১০ টাকার স্থলে ১২টাকা, খইল এক বস্তা ৪ টাকার স্থলে ৫ টাকা, ভুষি এক বস্তা ৩ টাকার স্থলে সাড়ে ৩ টাকা ও সরিষা এক বস্তা লোড-আনলোড ৪ টাকার স্থলে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভূষিমাল ব্যবসায়ী সমিতি এ রেট মেনে নিয়েছেন।

এদিকে মালামালের রেট নির্ধারিত হওয়ায় ভূষিমাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক ম-ল, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ আমির হোসেন, প্রচার সম্পাদক ফজলু করিম, শ্রমিক নেতা সোনা মিয়া, ইছাহক আলী, শিপন আলী, কামাল হোসেন ভোলা প্রমুখ।


এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ