আজকের শিরোনাম :

বেগমগঞ্জে ১০ মামলার আসামিসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ১১:০১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গাঁজাসহ ১০ মামলার পলাতক আসামি খালাসী সুমন ও কুকতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামালকে গ্রেফতার করেছে পুলিশ ।

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি কার্টুজ ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

গত শনিবার রাতে গোপান সংবাদের ভিত্তিতে কুতুবপুর গ্রামে কামাল চেয়ারম্যান বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর হাজিপুর গ্রামের লুৎপুল হক ওরপে লুতু মিয়ার ছেলে আমজাদ হোসেন ওরফে খালাসি সুমন ওরওপ পেট কাটা সুমন (২৯)। কুতুবপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন (৩৮) । 

আজ সোমবার সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরে আলম জানান, গতকাল রবিবার  দুপুরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে, আদালত চেয়াম্যানকে জেলা হাজতে এবং সুমনকে পুলিশি পাহাড়া চিকিৎসার নির্দেশ দেয়। বর্তমানে সুমন নোয়াখালী জেনারলে হাসপাতালে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন  এবং চেয়ারম্যান জেলা কারাগারে রয়েছে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি কামরুজ্জামান, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরে আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদরে বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। 

খালাসী সুমনের বিরুদ্ধে ইতোপূর্বে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে।

এবিএন/গোলাম মহিউদ্দিন নসু/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ