আজকের শিরোনাম :

কেন্দুয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০১৯, ১৫:১৮

গত ৮ মে রাতে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের বিভিনড়ব গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া
আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মাঝে আজ শনিবার (১১ মে)উপজেলা প্রশাসনের উদ্যোগে হল রুমে ত্রাণ বিতরণ অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেত্রকোণা-৩ আসন কেন্দুয়া আটপাড়া সংসদ সদস্যঅসীম কুমার উকিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ নূরুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা পরিষদ, এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা,

মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি কেন্দুয়া থানা অফিসার ইনর্চাজ ইমারত হোসেন গাজী পাইকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল সহ দলীয় নেতৃবৃন্দ প্রধান অতিথি: অসীম কুমার উকিল তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের সরকার এ সরকার সব সময় মানুষের জন্যকাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যে কোন দূর্যোগ মোকাবেলা করতে প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে।

 পরে তিনি ক্ষতিগ্রস্থ ৪১টি পরিবারের মাঝে ৫০ বান্ডেল ঢেউটিন ও দেড় লক্ষ টাকার চেক বিতরণ করেন। গতকাল শুক্রবার সংসদ সদস্য অসীম কুমার উকিল আশুজিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
 

এবিএন/বিজয় রজক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ