আজকের শিরোনাম :

চিরিরবন্দরে ভোক্তা অধিকার আইনে ৭ ব্যবসায়ীর জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ১৭:২৩

চিরিরবন্দরে ভোক্তা অধিকার আইনে বাজারে নির্ধারিত মূল্য তালিকা না ঝুলানো এবং রুগ্ন পশুর মাংস বিক্রির অভিযোগে ৭ মাংস ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনাটি আজ (৯ মে) বৃহম্পতিবার সকালে উপজেলার রাণীরবন্দরের সুইহারীবাজারে ঘটেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম গো-মাংস বিক্রেতা শামসুল হক, আব্দুস সাত্তার, রেয়াজুল ইসলাম, আকবর আলী, কালঠু, সামসুদ্দিন প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং ছাগলের মাংস বিক্রেতা নুর ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

 ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম জানান, বাজারে নির্ধারিত মূল্য তালিকা না ঝুলানো এবং একেক ক্রেতার নিকট একেক দরে মাংস বিক্রি করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়ে এ অভিযান চলবে। কোথাও কোন প্রকার অনিয়ম পেলে ভ্রাম্যমান আদালত জেল-জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
 

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ