আজকের শিরোনাম :

পেকুয়া উপজেলা চেয়ারম্যানকে ১৪ বছরের সাজা প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ১৬:৫৪

দায়িত্ব গ্রহণের চারদিনের মাথায় অস্ত্র মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খোন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ অস্ত্র আইনের মামলায় ১৪ বছররের সাজা প্রদান করে এ রায় ঘোষণা করেন। এসময় ওই মামলার  আরো তিন আসামিকে খালাস প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে বসত-বাড়ি থেকে অস্ত্রসহ আটক হন জাহাঙ্গীর আলম। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আদেশের পরপরই আসামি জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ অনুষ্ঠিত পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন জাহাঙ্গীর আলম। তিনি ওই নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিপুল ভোটে ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান  নির্বাচিত হন। এরপর গত ৫ মে আনুষ্টানিকভাবে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গস্খহণ করেন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে  দায়িত্ব পালন করছেন।


এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ