আজকের শিরোনাম :

পটিয়া উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ১৬:২৯

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম. পি বলেছেন, অনিয়ম দূর্নীতির উর্দ্বে থেকে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সততা এবং নিষ্টার সাথে কাজ করতে হবে।

 বর্র্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও  ১৪ জন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ দলের সদস্য থেকে নির্বাচিত ফলে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়নে সরকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সরকারী নীতিমালা অনুসরণে উপজেলা পরিষদের সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করতে হবে। এখানে কোনো প্রকার অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না।

গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পটিয়া পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হুইপ আরো বলেন পটিয়া উপজেলাকে সমন্বিত চেষ্টার মাধ্যমে একটি মডেল উপজেলায় পরিণত করতে হবে। কোনো কর্মকর্তা কাজে গাফিলতি করলে তাদেরকে শাস্তিমূলকভাবে বদলি করা হবে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি বক্তব্যে রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য চেমন আরা তৈয়ব, হুইপের একান্ত সচিব তৌফিক আল মাহমুদ, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, জেলা আওয়ামী লীগের নেতা প্রদীপ দাশ, জেলা শ্রমিক লীগ নেতা নুরুল হাকিম,

পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন, আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমদ, চেয়ারম্যান একেএম আবদুল মতিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা সেলিম নবী, এ্যাডভোকেট আবদুর রশিদ, পৌর আওয়ামী লীগ নেতা আলমগীর আলম, আইয়ূব বাবুল, নাছির উদ্দিন পদ্মা, আবদুল খালেক, মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম, এম. হাসেম, ইনজামুল হক জসিম, শফিকুর রহমান, আবুল কাসেম, মো. সেলিম, মো. বখতিয়ারসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী এমপি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করেন। নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতঞ্জতা জানান এবং উপজেলা পরিষদ পরিচালনায় আগামীতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
 

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ