আজকের শিরোনাম :

হোসেনপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ১৬:০২

হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় হোসেনপুর নতুন বাজার মোড়ে চরবিশ^নাথপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র মোস্তফা পাটশাক বিক্রি করতে বসে। পাশ^বর্তী  আড়াইবাড়িয়া পদুরগাতী গ্রামের রমজানের পুত্র শহিদ মিয়া পাটশাক ক্রয় করতে আসে। দর কষাকষির এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

 পরবর্তীতে উভয় পক্ষের লোকজন এগিয়ে আসলে ব্যাপক সংঘর্ষে রুপ নেয়। এসময় দেশীয় অস্ত্র,  লাঠি ও ইটের টুকরো নিয়ে দাওয়া ও পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। আশপাশের দোকানপাট ও সাধারণ জনতার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ইটের আঘাতে এবং পুলিশের রাবার বুলেটে পুলিশসহ উভয়পক্ষের ৪০জন আহত হয়েছে।

 আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে ১১৩ রাউন্ড রাবার বুলেট  ও ১১টি টিয়ারসেল নিক্ষেপ করে। হোসেনপুর থানার ওসি মোঃ আবুল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে টইল পুলিশ মোতায়েন রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ