আজকের শিরোনাম :

বোদায় নকল নবিসদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ১৬:১৬

চাকুরী রাজস্ব খাতে অন্তরভুক্তকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন বোদা উপজেলা শাখা। 

এ উপলক্ষে আজ বুধবার দুপুরে বোদা সাব রেজিষ্টার কার্যালয়ের সামনে সাব-রেজিষ্টার অফিসে নিবন্ধন বিভাগে কর্মরত এক্সট্রা মোহরার (নকল নবিসরা) জাতীয় বেতন স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে একযোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। 

এ ব্যাপারে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের উপজেলা সভাপতি মো. মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম জানান, ইতিপূর্বে সারাদেশের সকল এক্সট্রা মোহরাররা কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, অধদিবস কলম বিরতি থেকে পূর্ণ দিবস কলম বিরতি পালন করে ঢাকা জাতীয় সমাবেশ এর আয়োজন করেছে। 

বর্তমান প্রধানমন্ত্রী দেশের সকল নকল নবিসদের চাকুরি জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নকল নবিসদের চাকুরি এখনও পর্যন্ত জাতীয়করণ না হওয়ায় দেশব্যাপী নকল নবিসরা মানববন্ধন কর্মসূচী পালন করছেন। 

এবিএন/মো লিহাজ উদ্দীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ