আজকের শিরোনাম :

পলাশবাড়ীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ১০:৪৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুল মতিন। 

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছোলায়মান আলী, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আবুল কালাম আজাদ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, সাবেক এমপি জেলা আ. লীগ নেতা আলহাজ তোফাজ্জল হোসেন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান প্রমূখ।

এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এনজিও প্রতিনিধি, শিক্ষা-শিক্ষার্থী, আইনজীবী, শ্রমিকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলার সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নসূচক সম্পর্কে প্রাথমিক ধারণাসহ বিভিন্ন সমস্যা দূরীকরণে করণীয় এবং সফলতা অর্জনের মাধ্যমে এসডিজি বাস্তবায়নে ভূমিকা পালন সম্পর্কে হাতে-কলমে কর্মতৎপরতা বিষয়ে কর্মশালায় আলোকপাত করা হয়। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ