আজকের শিরোনাম :

তাড়াইলে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ১৫:০০

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম শাহীন আজ সোমবার সকালে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ -৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. মুজিবুল হক চুন্নু।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম শাহীন, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস সুলতানা, সহকারী কমিশনার ভূমি তাড়াইল মো. মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, তাড়াইল বাজার বনিক সমিতির সভাপতি ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রোকন উদ্দিন মহাজন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মোফাজ্জল হোসেন ভূইয়া চাঁন মিয়া, যুগ্ম-আহবায়ক মো. গোলাপ হোসেন ভূইয়া, মাননীয় সংসদ সদস্যের একান্ত সচিব মো. আমিরুল ইসলাম খান বাবলু, তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ একে এস জামান সম্রাট, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জান মবিন, যুব-সংহতি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকীসহ তাড়াইল উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গত ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র লাঙ্গল প্রতীকে মো. জহিরুল ইসলাম শাহীন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে  নির্বাচিত হন। 

তাড়াইল উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মরহুম আলহাজ কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন সাহেবের বড় ছেলে মো. জহিরুল ইসলাম শাহীন। 

এবিএন/মো.সুমন মিয়া/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ