আজকের শিরোনাম :

শার্শায় চোরাচালান পণ্য ও মাদকসহ আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ১৪:১৭

বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্ত থেকে ২৭ লাখ টাকার ইয়াবা, শাড়ি, থ্রিপিস, ফেন্সিডিল, চাপাতা, মোটারসাইকেল ও বিভিন্ন প্রকার প্রসাধনীসহ রুবেল নামে একজন চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

গতকাল রবিবার (৫ মে) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসব পণ্য আটক করা হয়। আটক রুবেল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের দরুদ সরদারের ছেলে।

২১ বিজিবি অধিনায়ন লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, শার্শার গোগা ও বেনাপোলের পুটখালী, দৌলতপুর সীমান্ত এলাকা থেকে গতকাল রবিবার ভোর ৪টার দিকে পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবা, ৪০৫ পিস শাড়ী, ১৫২ পিস থ্রি-পিস, ৩৯ বোতল ফেনসিডিল, ৫১ কেজি চা-পাতা, ২০ পিস শোন পাপড়ি, ২০৮ পিস দোলহান তেল, ৪০ পিস ফেসওয়াস, ২টি প্রেসার কুকার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৭ লাখ ৫৭ হাজার ৪ শত টাকা।

আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে এবং মালামাল বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে।

এবিএন/মো. আয়ুব হোসেন পক্ষী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ