আজকের শিরোনাম :

বোয়ালখালীতে নিজ ঘরে চোলাই মদ তৈরির অভিযোগে আটক ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ১১:১৯

বোয়ালখালী উপজেলার খরণদ্বীপের নিজ ঘরে বিশুদ্ধ মদ তৈরি করতেন অশ্বিনী কুমার নাথ (৬৫)। 

গতকাল ৫ মে রবিবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে এ চোলাই মদ তৈরির কারখানা আবিষ্কার করেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরণদ্বীপ এলাকার মৃত যোগেশ কুমার নাথের ছেলে অশ্বিনী কুমার নাথকে (৬৫) দেশিয় মদ তৈরির কারখানা থেকে আটক করা হয়। এ সময় মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমিন বলেন, হাঁড়ি-পাতিলের উপর সনাতন পদ্ধতিতে বাঁশের নল দিয়ে চুলায় জ্বাল দিয়ে দেশিয় মদ তৈরি করছিলেন অশ্বিনী কুমার নাথ। আটকের পর এ ব্যাপারে প্রাথমিক জিজ্ঞসাবাদে অশ্বিনী কুমার নাথ জানিয়েছেন রাঙামাটির জেলার বাঘাইছড়ি থেকে এ কৌশল রপ্ত করেছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক জানান, থানা পুলিশ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অশ্বিনী কুমার নাথকে আদালতে হাজির করলে তিনি নিজের অপরাধ স্বীকার করায় দন্ড বিধি ১৮৬০ এর ২৭৩ ধারায় দুই মাসের কারাদন্ড দেওয়া হয়। 

এ ছাড়া পশ্চিম গোমদন্ডী মোবারক আলীর ছেলে সাজ্জাদ হোসেন সাইফুকে এলাকায় চুরি ও উপদ্রব করার অভিযোগ উপস্থাপন করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দন্ড বিধি ১৮৬০ এর ২৯১ ধারা মতে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

এবিএন/রাজু দে/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ