আজকের শিরোনাম :

নোয়াখালীর বেগমগঞ্জে অগ্নিকান্ডে ৫টি বসত ঘর পুড়ে ছাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ১৮:৫৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে বজল ব্যাপারী বাড়িতে ভয়াভয় অগ্নিকান্ডে পাঁচটি বসত ঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় মহিলাসহ আহত হয়েছ্ েকমপক্ষে পাঁচজন।

আজ রবিবার (৫ মে/১৯) দুপুরে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় ভাবে জানা যায়।

খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস দল স্থানীয়দের সহযোগিতা ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এর মধ্য তিনটি ঘর সম্পূর্ণ বাকী দুটি আংশিক পুড়ে যায়। বসত ঘরের মালিক রফিক উল্যা, মাহজাহারুল ইসলাম বাবলু, রবিউল ইসলাম রবি, মফিজুল ইসলাম মানিক ও আবদুল জলিল জানান, তাদের সব কিছুু পড়ে গেছে ঘরের আর কিছু নেই, সম্পূর্ণ পুড়ে গেছে, এতে তাদের সহায়সম্বল হারিয়ে রাস্তায় বসার উপক্রম হয়েছে।

আগুনের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ও ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ বাচছু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার ,সহ সভাপতি মিজানুর রহমান খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তর দেখতে যান, সরকারী ও ব্যাক্তিগতভাবে সহযোগিতার আশা প্রদান করেন।

চৌমুহনী ফায়ার সার্ভিস ষ্টেশান অফিসার ইন্সেপেক্টর জহিরুল ইসলাম জানান, ৩টা বসত ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস খবর পেয়েও যথা সময় পৌঁছতে পারেনি, কারন রাস্তায় মধ্য খানে একটি পল্লী বিদ্যুৎ তারে পিলার থাকার এ বিলম্ব।


  এবিএন/গোলাম মহিউদ্দিন নসু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ