আজকের শিরোনাম :

সদরপুরে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ১৮:২৭

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদারের  হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে রেখা আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী।

আজ রবিবার বিকেল ৩টার দিকে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের  চরচাদপুর কোলপাড় গ্রামের শেখ সেরজন এর স্কুল পড়–য়া মেয়ে রেখা আক্তারের সাথে পাশ্ববর্তী চর ভদ্রাসন উপজেলার চর ভদ্রাসন ইউনিয়নের জাকেরের সুরা গ্রামের আরশাদ মিয়ার দুবাই প্রবাসী পুত্র মোঃ মাসুদ (৩০) এর সাথে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।


গোপনে খবর পেয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পরে বিয়ে বাড়ি থেকে কনের মা নীলুফা বেগম কে আটক করে। আটককৃত মেয়ের মা কন্যা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ অনুষ্ঠিত হবে না এই মর্মে মুচলেকা দেন নির্বাহী ম্যাজিট্রেট কে।

অপরদিকে আদালতের উপস্থিতির টের পেয়ে বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠানের লোকজন পালিয়ে যায়। ওই মুচলেকার প্রক্ষিতে তাকে ছেড়ে দেয় আদালত। রেখা আক্তার উপজেলার চর চাদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী।]


  এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ