আজকের শিরোনাম :

টাঙ্গাইলে ঘূর্ণিঝড় ফণীর কারণে যমুনা তীরবর্তী লোকদের সতর্ক থাকার নির্দেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০১৯, ১১:৫১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়" ফণীর" কারণে টাঙ্গাইলের যমুনা তীরবর্তী এলাকার লোকজনদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

এ নিয়ে ভূঞাপুর ও কালিহাতী উপজেলা প্রশাসন স্থানীয় সরকার প্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজনদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। বৈঠকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। 

এ ছাড়াও ভূঞাপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে যমুনা তীরবর্তী শিক্ষকদের ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করে টাইমলাইনে পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, ঘূর্ণিঝড় "ফণীর" বিষয়ে আমরা অবগত। এ নিয়ে আমরা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকজনদের নিয়ে দফায় দফায় বৈঠক করছি। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। যমুনা তীরবর্তী লোকজনদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এবিএন/কামাল হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ