আজকের শিরোনাম :

‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত ভোলা পানি উন্নয়ন বোর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০১৯, ২২:৩৭

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় ভোলা জেলা প্রশাসনের পাশাপাশি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ভোলা পানি উন্নয়ন বোর্ড। জেলার ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল হান্নান জানিয়েছেন।  আজ বৃহস্পতিবার বিকালে তিনি দৌলতখানের চৌকিঘাট ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি ঝূঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার নিদের্শ প্রধান করেন। পাশাপাশি ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে যেন কোন এলাকার বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে পানি উন্নয়ন বোর্ডের উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নজর রাখার আহ্বান জানান ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল হান্নান।

তিনি বলেন, জেলার ২৫০ কিলোমিটার এর মধ্যে ২৫ কিলোমিটার ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্ধারন করে এই ২৫ কিলোমিটারকে নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরো জানান, দৌলতখান উপজেলা চৌকিঘাট এলাকায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ