আজকের শিরোনাম :

দিনাজপুরে গুলিবিদ্ধ ২ ‘মাদক বিক্রেতা’ গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ১১:০২

দিনাজপুর, ০৫ জুন, এবিনিউজ : মাদকবিরোধী অভিযানের মধ্যে দিনাজপুরে ‘গোলাগুলির’ পৃথক ঘটনায় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

পুলিশ বলছে, গ্রেফতার ২ জনই মাদক চোরাকারবারে জড়িত। পৃথক জায়গাতেই বেশ কিছু ফেনসিডিল পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ভোরে হাকিমপুর উপজেলায় এবং সোমবার গভীর রাতে সদর উপজেলায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন সদরের তানিয়া গ্রামের এনামুলের ছেলে লুৎফর রহমান ও হাকিমপুরের মধ্য বাসুদেবপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, রাত আড়াইটার দিকে সদর উপজেলার গোদাগাড়ি এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।  পরে ঘটনাস্থল থেকে লুৎফরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সেখান থেকে ফেনসিডিলও উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ভোরে হাকিমপুরের হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলাউদ্দিনের পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে আলাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও বেশ কিছু ফেনসিডিল উদ্ধারের করা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ