আজকের শিরোনাম :

ধর্মপাশায় মহান মে দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০১৯, ১৫:৪৬

সুনামগঞ্জের ধর্মপাশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের ব্রাক অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য শ্রমিক র‌্যালী বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন ধর্মপাশা শ্রমিক ফেডারেশনের সভাপতি ফরিদ আহমেদ কেছলু।

 এতে স্থানীয় উপজেলার পরিবহন শ্রমিক, ধর্মপাশা পূর্ব বাজার অটো বাইক শ্রমিকলীগ, অটো রিক্সা, রিক্সা,বটবটি, হোটেল শ্রমিক, দোকান কর্মচারী, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি,কাঠ মিস্ত্রি,মেশিনারী মিস্ত্রি সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকারা নিজ নিজ কাজ বন্ধ রেখে র‌্যালীতে অংশ নেন।

র‌্যালী শেষে উপজেলা চত্তরে ধর্মপাশা শ্রমিক ফেডারেশনের সভাপতি ফরিদ আহমেদ কেছলুর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে সভায়  বক্তরা বলেন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শ্রমের মর্যাদা বৃদ্ধি ঘটিয়ে মালিক শ্রমিকের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে এবং শ্রমিকদের নেয্য দবী মানতে হবে। সভায় অন্যান্নদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার,সিনীয়র সহ-সভাপতি আলমগীর কবীর, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাফায়াত হোসেন লিটন,

পরিবহন শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা মন্ডলির সদস্য আবুল কাসেম,সহ-সভাপতি সালাহ উদ্দিন মাহতাব, রাসেল আহমেদ, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হানিফ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ,মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান রুমন, শ্রমিক নেতা কাঞ্চন মজুমদার, ধর্মপাশা পূর্ব বাজার অটো বাইক শ্রমিকলীগ সভাপতি শাহ-আলী আকবর, সাধারণ সম্পাদক আবু হানিফ,শ্রমিক নেতা আবু তাহের, নয়ন মিয়া,ফজলুল হক,আলতাব হোসেন, শ্রমিকলীগ নেতা সেলিম আহম্মেদ তালুকদার প্রমূখ।

 

এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ