আজকের শিরোনাম :

শার্শায় টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০১৯, ১১:৪০

যশোরের শার্শায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত এসডিজি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত এসডিজি অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেীর সহকারী বিশেষজ্ঞ মোহাম্মদ আমিনুল হক। 

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার ভদ্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, গোগা ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ, বাগ আঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক (শিক্ষানুরাগী), শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।

উক্ত কর্মশালায় অংশ গ্রহণকারীদের ৮০ জনকে ৮টি গ্রুপে বিভক্ত করে প্রত্যেকের মতামতের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজির বাস্তবায়ন বিষয়ক সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ মালা গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা। 

এবিএন/মো. আয়ুব হোসেন পক্ষী/গালিব/জসিম


 
 

এই বিভাগের আরো সংবাদ