আজকের শিরোনাম :

পলাশবাড়ীতে মৎস্য চাষিদের মাঝে মেশিন হস্তান্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০১৯, ১১:২৫ | আপডেট : ০১ মে ২০১৯, ১১:৩৩

গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় কৃষি প্রযুক্তি কর্মসূচী (এনএটিপি-২) প্রকল্পের অধীনে মৎস্য খাদ্য তৈরির পিলেট মেশিন হস্তান্তর করা হয়েছে। 

গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর মৎস্য চাষি সিআইজি সমবায় সমিতি লিমিটেড কর্তৃক এআইএফ-২ এর আংশিক অনুদান প্রাপ্তির উদ্দেশ্যে ক্রয়কৃত মৎস্য খাদ্য তৈরির পিলেট মেশিন হস্তান্তর করা হয়। 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, দায়িত্ব প্রাপ্ত থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মতিউর রহমান, বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সিআইজি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ