আজকের শিরোনাম :

তাড়াইলে অটিজম ও নিউরো বিষয়ক দিনব্যাপী রিয়েন্টেশন ওয়ার্কসপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১৬:৫৭

কিশোরগঞ্জের তাড়াইলে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কসপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে আজ মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কসপের উদ্ভোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.তারেক মাহমুদের সভাপতিত্বে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো.নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.নার্গিস সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো.জুলফিকার হোসেন।

এছাড়াও দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কসপে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি তাড়াইল মো. মোশারফ হোসেন, কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের  সমাজকর্ম  বিভাগের সহকারী অধ্যাপক মো.জহিরুল ইসলাম ভূইয়া, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফিরোজ আল মাহমুদ, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফিরোজ মিয়াসহ জনপ্রতিনিধিগণ।


এবিএন/সুমন মিয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ