আজকের শিরোনাম :

চট্টগ্রামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ১০ প্রতিষ্ঠানে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ২০:৫৬

চট্টগ্রাম, ০৪ জুন, এবিনিউজ : চট্টগ্রামে দোকানে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর অবস্থায় মালামাল রাখার দায়ে ১০ প্রতিষ্ঠান হতে জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার মহানগরীর পাহাড়তলি বাজারে দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী এ অবিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে।

রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং করার অংশ হিসেবে এই অভিযান জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে বলেন, পাহাড়তলী বাজারে বিভিন্ন মুদি, মাংস, ও ফলের দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি, অতিরিক্ত মূল্য রাখার দায়ে দশ জন দোকানদারকে ১০টি পৃথক মামলায় মোট চব্বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

বাদল স্টোরকে মূল্য তালিকা না থাকায় ৬ হাজার টাকা এবং ফরিদ ফল স্টোরকে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর অবস্থায় ফল রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় সিএমপি পুলিশ সদস্য এবং ক্যাবের প্রতিনিধি নার্গিস চৌধুরী সহযোগিতা করেন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ