আজকের শিরোনাম :

জীবননগরে প্রতারণা মামলায় ২ আসামিকে কারাদন্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১৩:৫২

চুয়াডাঙ্গায় প্রতারণার মাধ্যমে ৩১ লাখ ৫৯ হাজার ৬৩২ টাকা আত্মসাৎ মামলায় দুই আসামিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে বিচারিক আদালত। 

আসামিরা হলেন, জীবননগর উপজেলা শহরের পোস্ট অফিসপাড়ার সোবহান মন্ডলের ছেলে মুকুল (৩৫) ও একই উপজেলার লক্ষীপুর গ্রামের আ. হাবিল মিয়ার ছেলে রুবেল (২৫)। 

গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় প্রথম আসামি মুকুলকে কারাগারে পাঠানো হলেও পলাতক রয়েছেন অপর আসামি রুবেল। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ জীবননগর উপজেলার লক্ষীপুরের মেসার্স ইছাহাক রাইচ মিলে ম্যানেজার হিসাবে যোগদান করেন মুকুল ও রুবেল। এরপর থেকে ২০১৩ সালের আগস্ট মাসের ৩ তারিখ পর্যন্ত মিলের বিভিন্ন খাতে হিসেব নিকাশ দেখাশোনা করতো তারাই। এ সময়ের মধ্যেই হিসেবে গড়মিল করে ৩১ লাখ ৫৯ হাজার ৬৩২ টাকা সরিয়ে ফেলে তারা। 

বিষয়টি নজরে এলে মিল মালিক ইছাহাক আলী বাদী হয়ে ২০১৩ সালের অক্টোবর মাসের ১৩ তারিখ জীবননগর থানায় একটি মামলা (মামলা নং-১৪১/১৪) দায়ের করেন।

এবিএন/আব্দুল্লাহ হক/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ