আজকের শিরোনাম :

পটিয়ায় পুলিশি অভিযানে চোলাই মদ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১৩:২২

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২৩ লিটার  চোলাই মদ উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে বহনকারী অটোরিক্সা চালক মো. মহিউদ্দিন (১৯)। সে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের ২নং ওয়ার্ডের মো. হোসেনের  ছেলে। 

গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া এলাকা থেকে এসব ছোলাই মদ উদ্ধার করা হয়। সিএনজি অটোরিক্সার ইঞ্জিনের পিছনে বেঁধে অভিনব কায়দায় চোলাই মদ পাচার করছিল।

পুলিশ জানান, উপজেলার কেলি শহর, হাইদগাঁও, কচুয়াই, খরনা এলাকা হয়ে প্রায় প্রতিদিন চোলাই মদ উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাচ্ছে। অটোরিক্সাসহ বিভিন্ন পরিবহনে করে চোলাই মদ পাচারকারী চক্র এতদিন সক্রিয় ছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে এসআই রহিমসহ একদল পুলিশ অভিযান চালান।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, চোলাই মদ পাচারের মূল সড়ক হিসেবে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচরিয়া রাস্তাটি এতদিন ব্যবহার করে আসছিল। 

গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে চোলাই মদ অটোরিক্সা চালক মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিএন/সেলিম চৌধুরী/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ