ইসলামপুরে জাতি গঠনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১৩:০৫

জামালপুরের ইসলামপুরে ‘উন্নত রাষ্ট্র ও জাতি গঠন’ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে এক আলোচনা সভা ড়তকাল ২৯ এপ্রিল ইসলামপুর উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য অফিস এর আয়োজন করে। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলমের সভাপতিত্ব করেন।

‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, বাল্যবিয়ে অপরাধ চলুন করি প্রতিবাদ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। 

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান, সহকারী শিক্ষক এনামুল হক, ৯ম শ্রেণীর ছাত্রী আফরোজা, ৮ম শ্রেণীর ছাত্র কাজী জিসান হোসেনসহ অনেকেই।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় এ সময় উপস্থিত ছিলেন।

‘উন্নত রাষ্ট্র ও জাতি গঠন’ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে সভায় উপস্থিতদের কাছে একদিকে উন্মুক্ত মতামত শুনা হয়। 

অন্যদিকে সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায় করতে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।  

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ