আজকের শিরোনাম :

শিবগঞ্জে মেয়াদত্তীর্ণ ওষুধের রমরমা ব্যবসা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১২:৫৫

বগুড়ার শিবগঞ্জে চলছে মেয়াদত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির রমরমা ব্যবসা । দোকান থেকে এসব ওষুধ কিনে  প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন নিরীহ কৃষকরা। ইতোমধ্যই উপজেলার প্রত্যন্ত অঞ্চল কিচক ইউনিয়নের বেলতলী বাজারে ভাই ভাই ট্রেডার্স নামে একটি ওষুধের দোকানে মেয়াদত্তীর্ণ ও নকল ওষুধ জব্দ করেছে উপজেলা কৃষি অফিস।

গতকাল সোমবার বিকালে উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার সরেজমিনে কিচক বাজারের বেলতলী এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঐ এলাকার ভাই ভাই ট্রেডার্স থেকে নকল ওষুধ প্রয়োগ করে অনেক  কৃষক ধোকা খেয়েছে।

এ ব্যাপারে ঐ এলাকার  কৃষক মোস্তাফিজার অভিযোগ করে বলেন, কিছুদিন আগে আমি আজিজুলের দোকানের ওষুধ নিয়ে জমিতে ছিটাই । পরে তার কোন ফল পাইনি। তার মতো অনেকেই একই মতামত জানায়।

এ ব্যাপারে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধীকারী আজিজুল ইসলাম জানান, আমার দোকানে কৃষি কর্মকর্তারা এসে কয়েক বোতল মেয়াদত্তীর্ণ ওষুধ পায়। কিন্তু এ ব্যাপারে আমরা সচেতন ছিলামনা।

এবিএন/খালিদ হাসান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ