আজকের শিরোনাম :

বিরলে আদিবাসী হত্যা মামলার আসামি গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১২:২৪

দিনাজপুরের বিরলে আদিবাসী সুমিত্রা মার্ডির হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বিরল থানা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মহেশীবপুর গ্রামের বিস্তা মার্ডির স্ত্রী  সুমিত্রা মার্ডিকে বাড়ীর পার্শ্ববর্তী জনাকুর ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। 

এ হত্যা কান্ডের ব্যাপারে পুলিশ সাড়াশী অভিযান চালিয়ে হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম (বিপিএম) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার (পিপিএম), বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল, ইনেসপেক্টার (তদন্ত) ও মামলার আইও এএমএম নাজমুল আহম্মেদ, এস আই সুমন পারভেজসহ সঙ্গীয় আরো অফিসার ফোর্স অভিযান চালিয়ে হত্যা মামলার মূল ঘাতক একই এলাকার চিংকু হের্মরমের পুত্র সুনিরাম হেমরমকে (২২) আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে একাই সুমিত্রাকে হত্যার কথা শিকার করেন। 

পরে তাকে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্টেস (চলতি দায়িত্ব) লিমেন রায় এর আদালতে জবান বন্দি রেকট করেন।

এবিএন/সুবল রায়/গালিব/জসিম
     
 

এই বিভাগের আরো সংবাদ