আজকের শিরোনাম :

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১৯:০৬

ঝিনাইদহের শৈলকুপায় এক ছাত্রকে শ্লীলতাহানীর চেষ্টা করায় জাহিদুল ইসলাম (১৯) নামের এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার বিকেলে  শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উসমান গনি এ দণ্ডাদেশ দেন। জাহিদুল ইসলাম  চরবাখরবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে শ্লীলতাহানীর চেষ্টা করে জাহিদুল ইসলাম নামের এক বখাটে। তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উসমান গনি জানান, জাহিদুল ইসলাম নামের এক যুবক শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশ করে এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 

এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ