আজকের শিরোনাম :

অবশেষে শ্রীমঙ্গলে প্রতিক্ষিত বৃষ্টি, জনজীবনে স্বস্থি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১৫:৫৪

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে স্বস্থির বৃষ্টি হলো শ্রীমঙ্গলে। দীর্ঘ ১১ দিন দাবদাহের পর আজ দুপুর দেড়টায় বজ্র ও দমকা হাওয়াসহ নামলো বহু প্রতিক্ষিত এ বৃষ্টি। এ বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে স্বস্হি।

 গত ১৭ এপ্রিল শ্রীমঙ্গলে সর্বশেষ বৃষ্টি হয়েছিল ১.৪ মিলিমিটার। অপরদিকে দাবদাহে শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। বইছিল লু হাওয়া। বাতাসের সাথে যেন আগুনের হলকা পড়ছিল। তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে নাভিশ্বাস উঠেছিল।

আজ সকাল থেকেই আকাশ ছিল কিছুটা মেঘলা। সকালে ২/১ ফোটা বৃষ্টিও পড়েছিল। দুপুর একটা থেকে আকাশে জমে ঘন কালো মেঘ। দুপুর দেড়টায় শুরু হয় বৃষ্টি। প্রায় ২৫ মিনিট স্হায়ী ছিল এ বৃষ্টিপাত। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে ৮ মিলিমিটার।


এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ