আজকের শিরোনাম :

কসবায় শিক্ষকদের বেতন ভাতা থেকে টাকা কর্তনের প্রতিবাদে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১৭:২৩

কসবা উপজেলা বেসরকারি মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদরাসার শিক্ষকদের বেতন ভাতা থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমাজ।

আজ শনিবার কসবা উপজেলা স্বাধীনতা চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষকগণ অনতিবিলম্বে ৪% টাকা কর্তন বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় শিক্ষক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারি দেন।

মনববন্ধনে বক্তব্য রাখেন কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ ভুইয়া, লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া, চকচন্দ্রপুর মাদরাসার সুপার শেখ মো. ইয়াকুব আলী, আজগর আলী মাদরাসার সুপার আবদুর রহমান প্রমূখ।

এবিএন/মো. অলিউল্লাহ সরকার অতুল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ