আজকের শিরোনাম :

বোদায় গ্রাম আদালতে সুফল পাচ্ছে ভোক্তভোগীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১৬:৩৪

পঞ্চগড়ের বোদায় গ্রাম আদালতে সুফল পাচ্ছে ভোক্তভোগীরা। গ্রাম আদালতে অভিযোগ করলে অল্প খরচে স্বল্প সময়ে সুবিচার পাচ্ছেন এলাকার অসহায় দরিদ্র মানুষেরা।

 সম্প্রতি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার ১নং ঝলইশালশিরি ইউনিয়নের চিরাকুটি গ্রামের নাজমুল হক(৫৫) গ্রাম আদালতে ২০ টাকা দিয়ে একটি অভিযোগ দায়ের করেন। তিনি একজন দরিদ্র মানুষ, কোটে মামলা করার ক্ষমতা তার নেই। তিনি ঐ গ্রামের জহিরুল ইসলাম এর কাছ থেকে আটত্রিশ হাজার টাকা দিয়ে জমি বন্ধক নিয়েছিলেন।

কিছুদিন পর তাকে জহিরুল ইসলাম তার বন্ধককৃত জমি ছেড়ে দিতে বলে। তিনি বন্ধকী টাকা ফেরত ফেতে অনেকের দ্বারে দ্বারে ঘুরেছেন। শেষে তিনি গ্রাম আদালতের মাধ্যমে আপোশ মিমাংশা করে বন্ধকী টাকা ফেরত পেয়েছে।

বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুবিচার পাওয়ার নিশ্চয়তা পেয়ে গ্রাম আদালতের মাধ্যমেই বিরোধ মেটাচ্ছে প্রান্তিক মানুষগুলো। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিরোধ নিষ্পতি হওয়ায় এ উপজেলার মানুষরা গ্রাম আদালতের মামলা করছে বলে জানা গেছে।


এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ